ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২১

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রুবেল প্রামাণিক (২৩)। সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ী গ্রামের কৃষক আব্দুল করিম প্রামাণিকের ছেলে।

রুবেল গত ২০২০ শিক্ষাবর্ষে উপেজলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে এইচএসসি আটোপাশ করে বলে জানা গেছে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এম আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে নিহত রুবেল প্রামাণিক বাড়ির পাশের্ ধান ক্ষেতে পানি সেচ দিতে যায়। এসময় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি