ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দেড় বছর পর আজ খুলছে কেসিসির ৬ পার্ক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিয়ন্ত্রণাধীন ছয়টি পার্ক খুলছে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে পার্কগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করা ও ঘাস কাটার কাজ চলছে। তবে সংস্কারকাজ চলায় একটি পার্ক আপাতত বন্ধ থাকবে।

কেসিসি সূত্রে জানা গেছে, তাদের আওতায় পার্ক রয়েছে মোট আটটি। সেগুলো হচ্ছে- শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গল্লামারী এলাকার লিনিয়ার পার্ক, গোলকমনি শিশু পার্ক, সোনাডাঙ্গা এলাকার সোলার পার্ক, নিরালা শিশু পার্ক, সোনাডাঙ্গা আবাসিক এলাকা শিশু পার্ক এবং খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। এর মধ্যে গত ২৩ আগস্ট লিনিয়ার পার্ক খুলে দেওয়া হয়।

করোনার কারণে গত বছরের ১৯ মার্চ পার্কগুলো বন্ধ করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি