ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২১

নিহত ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট

নিহত ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট

Ekushey Television Ltd.

নড়াইলে সড়ক দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল সুইট (৫১)সহ দু’জন নিহত হয়েছে। নতুন প্রাইভেটকার কিনে চেয়ারম্যান খান রাসেল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পরে পানিতে তলিয়ে যায় গাড়িটি। এ সময় জানালা ভেঙ্গে একজন বের হতে পারলেও চেয়ারম্যানসহ ২ জন মারা যান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জেলার নড়াগাতী থানার সীবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী মাওলানা ওলিউল্লাহ (৫১) আহত হন। নিহত অপর ব্যক্তি হলেন শওকত সরদার (৫৮)।

আহত মাওলানা ওলিউল্লাহসহ নিহতদের স্বজনেরা জানান, নতুন প্রাইভেটকার কিনে চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বুধবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে টোনা চৌরাস্তা থেকে দুই সফরসঙ্গীকে গাড়িতে তোলেন। কিছু দূর গাড়ি চালানোর পর চেয়ারম্যান তার বাড়িতে ফেরার সময় সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পরে পানির নিচে তলিয়ে যায় প্রাইভেটকারটি। 

এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গি ওলিউল্লাহ গাড়ির জানাজা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি