ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

গুলিবিদ্ধ মাদক কারবারি মো. রুবেল

গুলিবিদ্ধ মাদক কারবারি মো. রুবেল

নোয়াখালীর সদর উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক কারবারি মো. রুবেল (২৭) গুলিবিদ্ধ হয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রিকফিল্ডের সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল ওই এলাকার মো. হানিফের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাদপুর ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন গ্রুপ আর কসাই জহির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাকিমপুর ব্রিকফিল্ডের সংলগ্ন এলাকায় উভয় গ্রুপের সদস্যরা গোলাগুলিতে লিপ্ত হয়। এতে রুবেল নামে আরেক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে।

পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, দুটি গ্রুপের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি সাহেদ উদ্দিন আরও বলেন, গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি