ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত, চালক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

মেসার্স ইমরান ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয় হেলপার ইব্রাহিম

মেসার্স ইমরান ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয় হেলপার ইব্রাহিম

চুয়াডাঙ্গার পৌর এলাকার ভেমরুল্লায় মেসার্স ইমরান ফিলিং স্টেশনে টাইলস ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার মো. ইব্রাহিম (১৪) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ এবং চালক মো. মোমিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের রেলপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

মেসার্স ইমরান ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ট্রাকের হেলপার ইব্রাহিম ট্রাকের নীচে ঘুমিয়ে ছিল। এসময় চালক ট্রাক স্টার্ট দিয়ে দামুড়হুদা যাবার উদ্দেশ্যে রওয়ানা হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গাড়ির হেলপার মারা যায়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ট-২২-২২৬১ নম্বর ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালক সদর উপজেলার হুচুকপাড়ার মহিউদ্দিনের ছেলে মো. মোমিনকে আটক করে। 
 
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মো. মহব্বত হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চালক মোমিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

আর ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি