জেলেদের দুর্যোগ প্রতিরোধক সামগ্রী দিলো কোস্টগার্ড
প্রকাশিত : ২১:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২১
দুর্যোগকালে ব্যবহারের জন্য মোংলা উপকূলীয় অঞ্চলের জেলেদের হাতে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেডিও, টর্সলাইট ও কম্বলসহ দুর্যোগ প্রতিরোধক সামগ্রী তুলে দিলো কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেইজে ৩০ জন জেলের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ কোস্টগার্ড-এর মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাজাহান সিরাজসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএস//
আরও পড়ুন