সৈকতে নামতে মানতে হবে ১০ নির্দেশনা
প্রকাশিত : ১৫:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২১
সচেতনতামূলক ক্যাম্পেইনে কোস্টগার্ডের সদস্যরা
বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নামার আগে সবাইকে মানতে হবে কমপক্ষে ১০টি নির্দেশনা। এ নিয়ে আজ পর্যটকদের উদ্দেশ্যে ওই নির্দেশনাসহ গুপ্ত গর্ত ও গণস্রোতপ্রবণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ক্যাম্পেইনের আয়োজন করেন কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় পানিতে নামার আগে করণীয় সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহেদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১০ নির্দেশনার মধ্যে রয়েছে-
-
সাঁতার জানা না থাকলে সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে।
-
লাল পতাকা চিহ্নিত পয়েন্টে কোনোভাবে নামা যাবে না।
-
সৈকত এলাকায় সর্বদা লাইফ গার্ডের নির্দেশনা মানতে হবে।
-
বিকেল ৫টার পর সমুদ্রে নামা যাবে না।
-
সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটাসহ আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিতে হবে।
-
লাইফগার্ড নির্দেশিত নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো পয়েন্ট থেকে সমুদ্রে নামা যাবে না।
-
সমুদ্রে যেকোনো মুহূর্তে তীব্র স্রোত এবং গুপ্ত গর্ত সৃষ্টি হতে পারে, যেকোনো ভাসমান বস্তু পানিতে নামার আগে বাতাসের গতি সম্পর্কে জেনে নিতে হবে।
-
শিশুকে সৈকতে সবসময় সঙ্গে রাখতে হবে এবং একা সমুদ্রে নামতে দেবেন না।
-
অসুস্থ অথবা দুর্বল শরীর নিয়ে সমুদ্রে হাঁটু পানির বেশি নামবেন না।
এনএস//
আরও পড়ুন