সৈকতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত : ১৭:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:২০, ১৭ সেপ্টেম্বর ২০২১
কক্সবাজার সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সৈকতের সী-গাল পয়েন্টে থেকে মৃতদেহটি উদ্ধার করে লাইফগার্ড।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, দুপুর ১টার দিকে সী-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কর্মরত লাইফগার্ডের কর্মীরা সাঁতার কেটে গিয়ে মৃতদেহটি দেখতে পান। পরে মৃতদেহটি উদ্ধার করে সৈকতের বালিয়াড়িতে নিয়ে আসা হয়। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের মো. জিল্লুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 'মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কেআই//
আরও পড়ুন