ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২১

নাটোরের সিংড়ায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম নাফিউল ইসলাম(৭)। শুক্রবার সকালে উপজেলার ইটালী ইউনিয়ন ইন্দ্রাসন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ইন্দ্রাসন গ্রামের মো. নাজমুল হাসান নাহিদের ছেলে।
  
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শিশু নাফিউল ইসলাম বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে ওই খালের মধ্যে পানি থেকে নাফিউলের মৃতদেহ উদ্ধার করে।
 
সিংড়া থানার (ওসি) তদন্ত  রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি