ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেলফি তুলতে গিয়ে ভৈরবে নিখোঁজ স্কুলছাত্র

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২১

নিখোঁজ স্কুলছাত্র উৎস

নিখোঁজ স্কুলছাত্র উৎস

মেহেরপুরের মুজিবনগরে সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে ডুবে উৎস (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রসিকপুর স্লুইস গেটের উপর থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ স্কুলছাত্র উৎস গাংনী বাজারের ফজলুল হকের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান, স্কুলছাত্র উৎস ও তার কয়েকজন বন্ধু রশিদপুর স্লুইস গেট এলাকায় বেড়াতে যায়। উৎস স্লুইস গেটের কিণারায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে অসাবধাণতাবশতঃ নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি শুরু করে। কিন্তু রশিকপুর স্লুইস গেটের কাছে পানির স্রোত বেশি থাকায় স্কুলছাত্র উৎসকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, শেষ পর্যন্ত খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আবারো উদ্ধার কাজ শুরু হবে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি