ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বান্দরবানের লামায় চাঁদের গাড়ী গাছের সাথে ধাক্কা লেগে ৩ শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪১, ২৬ জুন ২০১৭

বান্দরবানের লামায় চাঁদের গাড়ী গাছের সাথে ধাক্কা লেগে ৩ শিশু নিহত হয়েছে। ২৫জন আহত হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে চাঁদের গাড়িটি ৫৬ জন যাত্রী নিয়ে আলিকদম থেকে কক্সবাজারের চকরিয়া যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লামার মিরিঞ্জা পর্যটন এলাকার কাছে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ২৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় চালক গাড়ী থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি