ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

রাজশাহী নগরীর সড়ক ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীতে চার লেনের একাধিক সড়ক ও দুইটি ফ্লাইওভার নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। পাশাপাশি নগর মহাপরিকল্পনার অংশ হিসেবে আরো ১৫টি সড়ক নির্মাণের প্রকল্প নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে নগরীর সড়ক যোগাযোগের চিত্র। 

রাজশাহী নগরীতে দুটি ফ্লাইওভার এখন দৃশ্যমান। এরমধ্যে একটির কাজ শেষ। অন্যটির নির্মাণ প্রায় শেষের পথে। রাজশাহী-নওগাঁ ও নাটোর সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ। এখন চলছে অক্ট্রয় মোড় থেকে খড়খড়ি বাইপাস, আলুপট্টি থেকে তালাইমারী ও নগরীর রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়ক চারলেনের কাজ। 

প্রকল্পগুলো শেষ হলে যানবাহন চলাচলসহ নাগরিক যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন নগরবাসী।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মানুষের শহরমুখি হওয়ার প্রবণতাকে গুরুত্ব দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। তবে সময় মত অর্থ বরাদ্দ না পেলে প্রকল্প এগিয়ে নেওয়া কঠিন হবে বলেও জানান তিনি।
দেখুন ভিডিও :

এমএম/ এসএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি