ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মির্জাগঞ্জে বেশ কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান। উপজেলার কাঁঠাতলী এলাকায় কখনো গাছের মগডালে, কখনো ঘরের চালে কিংবা কখনো বা মোবাইল টাওয়ারের মতো উঁচু স্থানে ছোটাছুটি করতে দেখা যায় এ হনুমানটিকে।

শান্তিপ্রিয় এ প্রাণীটিকে এক নজর দেখতে ভীড় করছেন স্থানীয় জনতা। তাদের ধারণা, উত্তরবঙ্গ থেকে খাদ্যবাহী ট্রাকে হনুমানটি ভুলক্রমে চলে এসেছে। তবে এটিকে ধরে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়ার দাবি সচেতন মহলের। 

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, প্রায় ৫ দিন পর্যন্ত এ হনুমানটি মির্জাগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। এটিকে ধরার সক্ষমতা তাদের নেই। তাই সাধারণ মানুষকে এ প্রাণীটিকে উত্যক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি