চুরি করা বেগুন বেচতে গিয়েই ধরা!
প্রকাশিত : ১৩:১২, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
চুরি করা বেগুন বিক্রি করতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হয়েছেন ফাহাদ (২৩) নামের এক যুবক। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে দোহারের সোনারবাংলা গ্রামের থানার মোড়ে এক ঝাঁকা বেগুন বিক্রি করছিলেন যুবক ফাহাদ। ঠিক এমন সময় এলাকার সাহেব আলী তাকে ধরে ফেলেন।
অভিযোগ করেন, তার ক্ষেত থেকেই বেগুনগুলো চুরি করা হয়েছে। পরে সাহেব আলী তার গ্রাম সোনারবাংলায় ধরে নিয়ে আসেন ফাহাদকে। এসময় বেগুন চুরির অপরাধে তাকে মারধর করে গ্রামের বাসিন্দারা।
স্থানীয়রা জানান, পাশের গ্রাম বটিয়া বালুর মাঠের মইফল পরমানিকের ছেলে ফাহাদ। ক’দিন আগে সোনারবাংলা গ্রামের দশটি বাড়িতে আগুন দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিন সপ্তাহ জেল খেটে গেল বুধবার জামিনে ছাড়া পেয়েছেন। দু’দিন না যেতেই এবার বেগুন চুরির অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
ফাহাদের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি।
এসবি/এনএস
আরও পড়ুন