ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:১২, ১৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম (৪৮) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে এ ঘটনা ঘটে। সে ঢাকার দক্ষিণ খান এলাকার মোঃ জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নং ইবি-০৫৮৪৭৫৩।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রহিম উন্নত চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায়। ভারতের ভেলোরে ডাক্তার দেখিয়ে তিনি রোববার দুপুরের দিকে বেনাপোল দিয়ে দেশে ফিরে আসেন। ইমিগ্রেশনে ডেস্কে পাসপোর্ট জমা দিয়ে শারীরিক অসুস্থতার কারণে চেয়ারে বসে পড়েন। 

পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুত তার কার্যক্রম শেষ করে দেন। কিন্তু ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে ঢলে পড়েন। এর পরপরই ইমিগ্রেশনে কর্মরত ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। 

পরিবারের সাথে কথা বলে নিহতের লাশ তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি