ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ, যুবকের ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটের ক্ষেতলালে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট এর বিচারক রুস্তম আলী আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মামলা বিবরণ সুত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ অক্টোবর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দীঘিপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রাব্বী হোসেন একই গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বাড়ির পার্শ্বে নির্জন স্থানে গিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ ঘটনার পরদিন আদালতে রাব্বী হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট আদালতের বিচারক এই রায় দেন।

এ বিষয় নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি