ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

করোনার কারণে দেড় বছর পর আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরাদের যাতায়াত শুরু হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন ওসি মো. আব্দুল আলীম জানান, করোনা মহামারির কারণে গত ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর গত ১৭ মে থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ভারতের গেদে চেকপোস্টে মেডিকেল বুথ না থাকায় ভারতগামী কোনো যাত্রী তারা নিতে পারেননি। শুধুমাত্র ভারত থেকে দর্শনা চেকপোস্টের মাধ্যমে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে এসেছে। রোববার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।

দর্শনা বিজিবি চেকপোস্ট টহল কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া জানান, সকালে বাংলাদেশ গামী পাসপোর্ট ধারীদের প্রবেশ অনুমতি থাকলেও ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের প্রবেশে অনুমতি না পাওয়ায় যাতায়াত সাময়িক বন্ধ থাকে, অবশেষে বেলা একটার পর অনুমতি সাপেক্ষে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি