ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এফএসআইবিএল’র বহদ্দারহাট শাখা এখন নতুন ঠিকানায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ জিএম হাট হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা হেড মাস্টার মরহুম আব্দুর রশিদ মাস্টারের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ শাহাবউদ্দিন আজ শনিবার ১৮ সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮টায় ফেনীর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। 

উল্লেখ্য, মরহুম শাহাবউদ্দিন সাবেক পররাষ্ট্র সচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ডাঃ জহিরউদ্দিন আহমদ, প্রফেসর মূনীরউদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ বিটু ও বোন তাপিয়া খাতুন এবং গোলাপ রোজ টেমু সহ পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ভাইদের সকলের বড়। 

জিএম হাটের নূরপুর গ্রামে শনিবার বাদ আসর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম শাহাবউদ্দিনকে দাফন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি