ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২১

মহেশখালীর মকছুদ মিয়া (বামে) চকরিয়ার আলমগীর চৌধুরী (ডানে)

মহেশখালীর মকছুদ মিয়া (বামে) চকরিয়ার আলমগীর চৌধুরী (ডানে)

কক্সবাজারে দুটি পৌরসভায় শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ভোটের ফলাফলে নৌকার প্রার্থী মহেশখালীর মকছুদ মিয়া ও চকরিয়ার আলমগীর চৌধুরী বিজয়ী হয়েছেন। দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকছুদ মিয়া ৭ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নারিকেল প্রতীকের সাবেক মেয়র সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ১ হাজার ৪৫৯ ভোট।

এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ।

অপরদিকে, চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলমগীর চৌধুরী ২১ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ৯ হাজার ৮৮৬ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১১ হাজার ৯০১ ভোট।

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি