ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টঙ্গিতে বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ২১ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
 
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি টঙ্গী জংশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

এদিকে, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। উদ্ধার কাজ চলছে।  

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি