ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ৬ জলদস্যু আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের লালপুর থেকে আলামতসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩টি হাসুয়া, ৭টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড ও ৩টি মেমোরী কার্ড জব্দ করা হয়। 

মঙ্গলবার ভোরে ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো 
লালপুর উপজেলার বিলমাড়ীয়া নাগশোষা গ্রামের আনিসুর রহমান (২৪), মোঃ রুবেল (৩৩), মোঃ রিন্টু শেখ (৩৫), সবুজ প্রামাণিক (৩০), সজল উদ্দিন (২৯) ও রুবেল মণ্ডল (২৭)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গরবার ভোরে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল লালপুর উপজেলার ইলিশামাড়ি পদ্মারপাড় এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। অভিযানকালে দস্যুতার আলামতসহ ৭ অস্ত্রধারী জলদস্যু সন্ত্রাসীকে আটক করে র‌্যাব। এসময় ৩টি হাসুয়া, ৭টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড ও ৩টি মেমোরী কার্ড জব্দ করা হয়।

কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতরা দীর্ঘদিন ধরে পদ্মানদীসহ তীরবর্তী এলাকায় দস্যুতা, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি