নির্মাণ শ্রমিককে অটোরিকশা দিলেন রাসিক মেয়র
প্রকাশিত : ২১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২১
রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও ছেলে রাজ বিশ্বাসের হাতে অটোরিকশার চাবি তুলে দেন। জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুখু বিশ্বাসের পরিবার।
গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি করপোরেশনের ড্রেনের কাজ করার সময় দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিকশাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
অটোরিকশা প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।
আরকে//
আরও পড়ুন