ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মাদক মামলায় নারীর যাবজ্জীবন দণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:৪২, ২২ সেপ্টেম্বর ২০২১

আদালত থেকে আসামি রিক্তা পারভীনকে নিয়ে যাচ্ছে পুলিশ

আদালত থেকে আসামি রিক্তা পারভীনকে নিয়ে যাচ্ছে পুলিশ

নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। 
 
মামলার বিরবণে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে নড়াইল সদরের লস্করপুর গ্রামে আসামি রিক্তা পারভীনের বসতবাড়ি থেকে ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের হয়। 

১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দেয় আদালত। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাকি তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি