ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়নগরে মাদক মামলায় ৩ ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পত্তন গ্রামের সেলিম ভুঁইয়ার ছেলে এলেন ভুঁইয়া-(৪৫), এরশাদ ভুঁইয়া-(৩২) ও হানিফ ভুঁইয়া-(২৭)। তারা তিনজন মাদক মামলাসহ ৮টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

এ ব্যাপারে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, বুধবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধের ৮টি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি