ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে জাহাঙ্গীর আলম নামে এক মাদককারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব। 

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদককারবারিরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আজিম আহমেদ।

নিহত জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার পালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনছুরের ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি