ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ আহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

আহত দুই পুলিশ সদস্য- ছবি একুশে টিভি

আহত দুই পুলিশ সদস্য- ছবি একুশে টিভি

নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে চলন্ত মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসে থাকা চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের কেন্দুরবাগ মিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সরকার, কনস্টেবল বেসান্তর, রাকেশ দেবনাথ ও আনাস মিগেল।

পুলিশ জানায়, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে পুলিশ উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সরকারের দায়িত্বে ৪ আসামি নিয়ে মাইক্রোযোগে লক্ষ্মীপুর যাচ্ছিল ৫ সদস্য বিশিষ্ট পুলিশের একটি দল। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগে পৌঁছলে সড়কের পাশে থাকা মিম ফিলিং স্টেশন থেকে গাড়ীতে গ্যাস নেয়া হয়। গ্যাস নেয়ার পর পুনঃরায় তারা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে স্টেশনের সামনে গেলে তাদের বহনকারী মাইক্রোবাসটির এয়ার ফিল্টার বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে দ্রুত স্থানীয় মিম ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে চার পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে রাকেশ ও বেসান্তরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- মাইক্রোবাসের ইঞ্জিন জটিলতা থেকে এয়ার ফিল্টার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং আসামিদের ভিন্ন গাড়িতে লক্ষ্মীপুর পাঠানো হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি