ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার টিকা নিয়ে ইউএন উইমেন’র সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২৩ সেপ্টেম্বর ২০২১

জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন উইমেন সম্প্রতি দেশের গ্রাম ও মফস্বল অঞ্চলে বসবাসকারী নারীদের জন্য কোভিড-১৯ টিকাদান প্রসঙ্গে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করেছে। টিকার ব্যাপারে বিভ্রান্তি দূর করা এবং তাদেরকে টিকা নিতে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

গ্রাম ও মফস্বল শহরে অনেকে, বিশেষ করে নারীরা এখনও টিকা নিতে দ্বিধা বোধ করেন। টিকার ব্যাপারে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা, সচেতনতার অভাব, ইন্টারনেট বা স্মার্টফোনের সীমিত সুযোগের কারণে অনেকেই টিকা নেওয়া থেকে নিজেকে বিরত রাখছেন। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সকলকে, বিশেষত নারীদের টিকা কর্মসূচিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করা এবং তাদের টিকার আওতায় আনার লক্ষ্যে ইউএন উইমেন তাদের টিকা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

ইউএন উইমেনের ন্যাশনাল ইয়ুথ জেন্ডার অ্যাকটিভিস্ট সাদিয়া আফসানা নিনির নেতৃত্বে ২৫ জন তরণ স্বেচ্ছাসেবী চাঁদপুর ও কুমিল্লা জেলায় এই ক্যাম্পেইন পরিচালনা করবে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে, কুমিল্লা ও চাঁদপুর জেলার ২টি নির্বাচিত উপজেলায় ৫টি গ্রাম এবং ১টি স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যেই ক্যাম্পেইন শুরু হয়েছে। 

ক্যাম্পেইনের কার্যক্রমের আওতায়, তরুণ স্বেচ্ছাসেবীরা ট্যাব ও ইন্টারনেট ব্যবহার করে উল্লেখিত এলাকাগুলোর বাসিন্দাদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে সাহায্য করবে। 

এ বিষয়ে ইউএন উইমেনকে ধন্যবাদ জানিয়ে আফসানা নিনি বলেন, “আমার কমিউনিটির অনেক নারীরই ইন্টারনেট বা স্মার্টফোনের অ্যাক্সেস নেই। স্থানীয় সাইবার ক্যাফে বা মোবাইল/কম্পিটারের দোকানে জনপ্রতি মানুষের ভ্যাক্সিন নিবন্ধন ২০ টাকা করে নেয়। ৫ জনের পরিবারের নিবন্ধনে খরচ হয়ে যায় ১০০ টাকা। এই কারণেও অনেকে নিবন্ধন করেননি। আমরা যদি বিনামূল্যে এই মানুষগুলোকে নিবন্ধন করে দিতে পারি, তারা অন্তত ভ্যাক্সিন নিতে পারবেন।”

২১ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় ক্যাম্পেইনটি চালু হয়েছে। শাহরাস্তি উপজেলার বারনাইয়া ও শিবপুর গ্রামে যথাক্রমে ২১ ও ২২ সেপ্টেম্বর সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। একই উপজেলার লাকসাম ও লক্ষ্মীপুর গ্রামে এই প্রচারণা চালানো হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

ইউএন উইমেনের কো-অর্ডিনেশন ও পার্টনারশিপ অফিসার পূণ্যা ইসলাম বলেন, “যেসকল নারীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়ার সুযোগ সীমিত, তাদের কাছে পৌঁছাতে, তরুণ স্বেচ্ছাসেবীদের এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে। আমাদের ন্যাশনাল ইয়ুথ জেন্ডার অ্যাক্টিভিস্ট আফসানার মতো সকল তরুণ, যারা একটি সুন্দর ও সমতার সমাজ তৈরীর প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

কুমিল্লা জেলায় ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর ২৭ থেকে। ২৭-২৮ সেপ্টেম্বর দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রথম ধাপ এবং একই উপজেলার শিবনগর গ্রামে ২৯ সেপ্টেম্বর এর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি