ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডোপ টেস্টে ১২ মাদকাসক্ত আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ২৪ সেপ্টেম্বর ২০২১

নাটোরে মাদক বিরোধী অভিযানে ডোপ টেস্ট শেষে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার রাতে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকায় এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় বিরক্তিকর আচরণ করে। এমন সংবাদ পেয়েই র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। 

এসময় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করে পজেটিভ ফলাফল পাওয়া যায়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে শুকনা গাঁজা ও মাটির কোলকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি