ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

৫শ’ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২১

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ মো. রিদোয়ান (২৫) নামে এক রোহিঙ্গা মাদক বিক্রেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে তাকে আটক করা হয়। রিদোয়ান উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি জাফর এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই  সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি