ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে একই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নড়াইলে একই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নড়াইল দক্ষিণপূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন দু’দিন পর (১৪ সেপ্টেম্বর) করোনা আক্রান্ত হন। 

এরপর সালমা ইয়াসমিন এবং তার ছেলে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আহমেদ আর বিদ্যালয়ে আসেননি। তবে ২৩ সেপ্টেম্বর ছেলে তাহমিদ করোনা আক্রান্ত হয়। মা ও ছেলে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম জানান, আমাদের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে করোনা আক্রান্ত হওয়ার পর আর বিদ্যালয়ে আসেননি। তাদের শারীরিক অবস্থা ভালো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং শিক্ষকেরা সুস্থ আছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি