ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার ৫৮০ মণ্ডপে হবে দুর্গাপূজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রোববার সকালে জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। 

এসময় সব কয়টি উপজেলার নির্বার্হী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, সহকারি কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯টি পূজা অনুষ্ঠিত হয়। এবার পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

এছাড়াও বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা করা হয়েছে। এতে পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানসহ পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা করা হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি