ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার কমান্ডারের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় আবুল কাশেম (৫০) নামে এক আনসার কমান্ডারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সদর উপজেলার নন্দনপুরের বিসিক শিল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি অপারেশন সোহরাব আল হোসাইন জানান, নিহত আবুল কাশেম বিসিক শিল্প এলাকার আরশি মেটাল ইন্ড্রাষ্টিজের চাকরি করতো। বিসিকের একটি তেলের মিলের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি