শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
প্রকাশিত : ১৩:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২১
পারিবারিক কলহে লক্ষ্মীপুরে ৪ বছরের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মা। এ ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর লাহারকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, সৌদি প্রবাসী আজগর রহমানের স্ত্রী সাবিনা ও তাদের সন্তান আয়ানসহ যৌথ পরিবার লক্ষ্মীপুর লাহারকান্দি গ্রামে ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি তাদের সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এতে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় মুঠোফোনে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।
এক পর্যায়ে ডিভোর্সের হুমকি শুনে শিশু আয়ানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায় সাবিনা। ওই কক্ষ থেকে গোঙানির শব্দ ভেসে আসলে আশপাশের লোকজন দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন সাবিনা। দরজা ভেঙে রক্ত মাখা অবস্থায় তাকে উদ্ধার করা তারা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবিনাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে মা তার সন্তানকে হত্যা করেছে। নিজেই ধারালো বটি দ্বারা কুপিয়ে হত্যা করে। আমরা বটি উদ্ধার করেছি এবং ওই মাকেও আমাদের হেফাজতে নেয়া আসা হয়েছে।
এএইচ/
আরও পড়ুন