ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণহানী ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভাওয়াল স্টেশনের কাছে সাইদুল নামে এক ব্যক্তি রেলের নিচে কাটা পড়ে মারা যান। এছাড়া ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনে কালিয়াকৈরের ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি