ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে শাড়ি বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে শাড়ি বিতরণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে পরিবেশে ভারসাম্য ফিরে পেতে বৃক্ষরোপণ কর্মসূচি, ৭৫ জন দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সকল ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। যুবসমাজ এই কর্মসূচির দ্বারা অনুপ্রাণিত হবে।

এএইচ/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি