ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ করা হয়েছে। তিনটি এলাকায় রোপণ করা হয়েছে ফলজ ও ঔষধি জাতের ৭৫টি বৃক্ষ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হেলেনাবাদ কলোনীতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মিজানুর রহমান লিটনের সহযোগিতায় রাজশাহী নগরের তিনটি এলাকায় বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের পক্ষে আশিকুর রহমান অদিত, রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সাঈদ মাহমুদ-উল-ইসলাম, পরিবেশ উন্নয়ন সহকারী কর্মকর্তা জুবায়ের হোসেন প্রমুখ।

আশিকুর রহমান অদিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট পক্ষ থেকে তিনটি এলাকায় বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করে। রাজশাহী নগরীর হেলেনাবাদ কলোনী, মহিষবাথান কলোনী এবং সিপাইপাড়া এলাকায় ফলজ ও ঔষধি জাতের ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি