ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা। সোমবার বিকেলে ভাসানচর পাশ্ববর্তী একটি জঙ্গল থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছেন, শফিকা (২০), আজিদা (৪) ও আছমিদা (১) সহ ৩৫ জন। এরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারে বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতের কোন একসময় ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার থেকে পালানোর উদ্দেশ্যে বের হয়ে যায় ৩৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেলে ভাসানচর থেকে ৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ জঙ্গলে অভিযান চালায় এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা। 

এসময় ওই জঙ্গল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে ভাসানচর থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি