ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবককে মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহান (১৭)। সোমবার বেলা ৩টার দিকে দর্শনা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান দর্শনা আকোন্দবাড়িয়া নতুন পাড়ার সাহিদুল ইসলামের ছেলে। সে দর্শনার একটি ওয়ার্কসপের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী হিমেল নামের এক যুবক বলে, সোমবার দুপুরে আমি ওই পাম্পে তেল নিচ্ছিলাম। মোটরসাইকেলটি আমার সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে। আমি ওয়ার্কসপ মালিককে খবর দিই।

ওয়ার্কসপের মালিক আব্দুল মালেক বলেন, দুপুরের খাওয়ার খেতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল সোহান। এসময় দর্শনা-জীবননগর সড়কের তেল পাম্পের নিকট পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উল্টে পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সোহানের বাবা-মাসহ পরিবারের লোকজন হাসপাতালে ছুটি আসে। এসময় তাদের কান্নায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। নিহত সোহান দুই ভাইয়ের মধ্যে বড়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি