ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাতের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলা নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহা সড়কের পার্শ্বে ঝোপের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তার পাশে গরু-ছাগল বাঁধতে গেলে স্থানীয়রা সেখানে লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সিআইডি’র সদস্যরা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

সদর থানার পরিদর্শক জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি’র সদস্যরা আলামত সংগ্রহ করছেন। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি