ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, বিশিষ্ট শিক্ষানুরাগী কবি মানবর্দ্ধন পাল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুন নূর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব প্রমূখ।  আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি