ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপদি ড. আজাদ ফিরোজ টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি সলিমুল্লাহ সেলিম, যুগ্ন সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফকির নওরেশুজ্জামান লালন, ক্রীড়া সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি