ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যশোরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে শেখ ফজলুল হক মণি -আরজু মণি অক্সিজেন ব্যাংক নানা কর্মসূচী পালন করেছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের সরকারি রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটে। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে রেল রোডস্হ কালীমন্দিরে মাননীয় বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা ও বিকালে ফুডগোডাউন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে দিনব্যাপী ককর্মসূচীতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রনেতা তৌফিকুল ইসলাম তিব্বত, নয়ন অধিকারী, কল্লোল বর্মন, অনিক ইসলাম, সঞ্জয় অধিকারী, আরিফ হোসেন অধিকারী, সজীব শীল, পলক বিশ্বাস, কৌশিক, লিখন, সুব্রত রায়, বাপ্পি, আল-আমিন, রাজা, মাহফুজ হাসান সাদসহ অন্যরা।

সন্ধ্যায় শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংকের অস্থায়ী কার্য্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি