ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০২১

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এসময় মঙ্গলবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার কর্মসূচির আয়োজন করেন জেলা আওয়ামী লীগ। 

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এম এ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান বিপ্লব, সাকিব, কৃষক লীগের আহ্বায়ক ওমর ফারুক, জেলা যুব লীগের আহ্বায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি আহমেদ নাজমিন সুলতানা, আওয়ামী লীগ নেত্রী ড. শাহনাজ বেগম নাজু, তাহমিনা বেগম মিনা, মতি শিউলি, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। ছাত্রলীগের একটি বিশাল র‍্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। 

আলোচনা সভায় আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, জাতির জনকের যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন পথ হারাবেনা বাংলাদেশ। পরে আবারও একটি  আনন্দর‍্যালী শহর প্রদক্ষিণ করে।

অন্যদিকে, জেলার অন্যান্য উপজেলাতেও দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি