ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন নবাবগঞ্জের ইউএনও

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:১২, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০০:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২১

শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে এ সম্মাননা সনদ প্রদাণ করা হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার অধীন অফিস প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুকে সম্মাননা দেওয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি