ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বাতাসে পূজোর গন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২১

ক’দিন পরেই শারদীয় দুর্গা পূজা। উৎসবকে সামনে রেখে সারাদেশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজার মূল পর্ব শুরু হবে ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে। শুভবিজয়া দশমী ১৫ অক্টোবর। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শরত আনে শারদীয় উৎসব। বাতাসে পূজোর গন্ধ!

ওসুরকে নিধন করে শুভ শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর পালিত হয় শারদীয় দূর্গোৎসব। ঢাকের বাদ্য, আর উলুধনির মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবকে ঘিরে মন্ডপে মন্ডপে এখন চলছে প্রতিমা তৈরির কাজ।

বরগুনা জেলায় এবার ১৫২টি মন্দিরে প্রতিমা তৈরি  হচ্ছে। প্রায় শেষ পর্যায়ে মন্ডপে সাজ-সজ্জার কাজ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন সেখানকার পুরোহিতরা।

দুর্গা উৎসবের জন্য প্রশাসনের পক্ষ থেকে পুরো বরগুনা জেলায় নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সুপার মহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, "আমরা প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছি, তারা যেন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সচেষ্ট থাকে।"

এদিকে মেহেরপুরের তিন উপজেলায় ৪৩ টি মন্ডপে পূজা হবে। সেখানেও প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। ক'দিন পরেই শুরু হবে রংয়ের কাজ। কারিগররা বলছেন, রংয়ের কাজ শেষ হলেই শুরু হবে উৎসবের মূল আয়োজন।

ঝালকাঠিতেও ব্যস্ত প্রতিমা কারিগররা। এবার ঝালকাঠির ১৬৯ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে উৎসব মূখর পরিবেশে সব আয়োজন চলছে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ কমিটি।

কমিটির সাধারণ সম্পাদক তরুণ কর্মকার জানান, দু’একদিনের মধ্যেই প্রতিটি মন্দির ও মণ্ডপে কড়া পাহারার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।  

এবছর দেবী দূর্গা মর্তলোকে আসবেন ঘোড়ায় আর ফিরে যাবেন দোলায় ।

দেখুন ভিডিও

 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি