ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নদী ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ১৫ দিনে উপজেলার তালবাড়িয়া, বহলবাড়িয়া ও বারুইপুর ইউনিয়নের বেশকিছু বাড়িঘর ও আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। মারাত্মক হুমকির মুখে বেশ কিছু স্থাপনাসহ কুষ্টিয়া-পাবনা মহাসড়ক।

পদ্মা নদীর তালবাড়ীয়া পয়েন্টে এবারের মতো ভাঙন আগে দেখেননি স্থানীয়রা। এবারের ভাঙনে তালবাড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা ও রানাখড়িয়ার বেশকিছু বাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র সড়ক কুষ্টিয়া-পাবনা মহাসড়কও হুমকির মুখে।

এখন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। তারা বলছেন, ঘরবাড়ি নদীর ভেতরে চলে যাচ্ছে তাই বাধ্য হয়েই ইট-কাঠ যে যা পারছেন খুলে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। 

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন "২০২০ সালে পাঠানো প্রোজেক্ট একনেকে পাশ হলে এখন আর এই অবস্থা হতোনা।"  

জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর উত্তরপাড়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ৩০০মিটার নদী ভরাট করে বাঁধ নির্মাণের কারণে দক্ষিণ পাড়ে ভাঙন বাড়ছে। 

এদিকে দ্রুত প্রোজেক্টটি একনেকে পাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দীন।

মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন জানান, ভাঙন ঠেকাতে প্রায় ৭ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও সাড়া মেলেনি।

গত ১৫ বছরে তালবাড়িয়া ও বহলবাড়িয়া ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

দেখুন ভিডিও

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি