ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৭:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মোংলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরীক্ষা কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন এটির প্রতিষ্ঠাতা পৌর আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
 
এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করছেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে মা ডায়াগনস্টিক সেন্টারে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়।

আয়োজক শেখ কামরুজ্জামান জসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। আগামী এক সপ্তাহ ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এই কর্মসূচির আওতায় ফ্রি মানবসেবা প্রদান করা হবে। 

বুধবার প্রথমদিনে স্থানীয় স্কুল কলেজের প্রায় তিন'শ শিক্ষার্থী শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের নতুন এই সেবা গ্রহন করেন। 

এর আগে করোনার চরম সংকটে মুমূর্ষু মানুষের ফ্রি অক্সিজেন সেবাসহ ঔষধ প্রদান ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি