বেনাপোলে আর্সেনিক আয়রন রিমুভাল প্লান্টের উদ্বোধন
প্রকাশিত : ০০:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২১
যশোরের বেনাপোল পৌরসভার দক্ষিণ কাগজপুকুরে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে আহসানিয়া মিশন আর্সেনিক আয়রন রিমুভাল প্লান্ট (এআইআরপি) এর উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল পৌরসভার আয়োজনে আহসানিয়া মিশনের এই প্রকল্পটি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আহসানিয়া মিশন ঢাকা এর প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের শার্শা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম শরীফ, ঢাকা আহ্ছানিয়া মিশন কলারোয়া প্রজেক্টের ম্যানেজার প্রকৌশলী মো. আইয়ুব আলী, ওয়ার্ড কাউন্সিলার আমিরুল ইসলাম, জমিদাতা মো. রাশেদুজ্জমান পলাশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আহসানিয়া মিশন এর প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন বলেন, আমরা আর্সেনিকমুক্ত নলকুপ স্থাপন করে আসছি দেশের বিভিন্ন এলাকায়। আজ তারই ধারাবাহিকতায় বেনাপোল পৌর সভার সহযোগিতায় আমরা পৌর সভার দক্ষিণ কাগজপুকুর গ্রামে একটি আর্সেনিক আয়রন রিমুভাল প্লান্ট সুপেয় পানির উদ্বোধন করেছি। বেনাপোল পৌর সভা এই প্লান্ট স্থাপনের জন্য আমাদের সকল প্রকার সহযোগিতা ছাড়াও টেকনিক্যাল সহযোগিতা প্রদান করবেন। আমরা সংশ্লিষ্ট এলাকায় এটা ব্যবহারের জন্য একটি কমিটি গঠন করেছি। কিভাবে পানি ঢেকে রাখতে হবে এবং আর্সেনিক ও আয়রন মুক্ত করতে হবে তার উপর প্রশিক্ষণ এর ব্যবস্থাও করবো।
তিনি আরও জানান, ঢাকা আহ্ছানিয়া মিশন ডাম ইউকে’র আর্থিক সহায়তায় ‘‘সাসটেইনেবল আরবান প্রভিশন প্রকল্প’র মাধ্যমে বেনাপোল পৌরসভার কারিগরী সহায়তায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অনুরূপ মোট ১২টি এআইআরপি বেনাপোল পৌরসভায় স্থাপনের জন্য সংস্থাটির পরিকল্পনা রয়েছে। প্রতিটি এআইআরপির জন্য খরচ হবে এক লাখ ৭৫ হাজার টাকা করে। উক্ত সংস্থাটি এছাড়াও কভিড-১৯, ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ও পানি নিরাপত্তা বিধান বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে।
কেআই//
আরও পড়ুন