এস এম সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন
প্রকাশিত : ১৮:৫২, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৫৪, ১ অক্টোবর ২০২১
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শিশুস্বর্গে শুক্রবার (১ অক্টোবর) দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আর্টক্যাম্পে নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার ৩৬ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, চিত্রশিল্পী বিমানেষ চন্দ্র বিশ্বাস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ সুলতানপ্রেমীরা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর পাশাপাশি শনিবার (২ অক্টোবর) দুপুর থেকে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় ১৬টি নৌকা অংশগ্রহণ করবে।
কেআই//
আরও পড়ুন