ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মুহিবুল্লাহ হত্যায় আরও দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৫, ২ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:১৮, ২ অক্টোবর ২০২১

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ। ফাইল ছবি

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। আটক জিয়াউর রহমান ও আব্দুস সালামকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন’র পুলিশ সুপার নাঈমুল হক দুজন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মধ্য রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে এপিবিএন’র সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে আটক করেছিল এপিবিএন সদস্যরা। এনিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ অফিসে মুহিবুল্লাহকে ৫ রাউন্ড গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে ঢলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করা হয়।

নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন’র টহল বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১২৬।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি